ভোলায় স`মিলের করাতে কাটা পরে শ্রমিকের মৃত্যু

ভোলায় স`মিলের করাতে কাটা পরে শ্রমিকের মৃত্যু

মো. সাইফুল ইসলাম, ভোলা:ভোলা সদর উপজেলার ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের হেতনার হাট বাজারের উত্তর পাশে অবস্থিত একটি স`মিলে   জিয়াউর আখন(৫৮) নামে এক ব্যক্তির ঐ স`মিলের করাতে কাটা পরে  মৃত্যু হয়। রবিবার (১০ ই ফেব্রুয়ারি)  সকাল ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।  ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানান  মিস্ত্রি জিয়াউর রহমান প্রতিদিনের মতো কাজ করার জন্য এসে উপস্থিত হন।মেশিন চালু অবস্থায়  তিনি কাজ শুরুর মুহূর্তেই যে কাঠের উপর দাঁড়িয়ে ছিলেন সেটি ভেঙ্গে যায় ও দুর্ঘটনাটি ঘটে। মূলত কাঠের ভূষি সংগ্রহের  জন্য যে গর্ত থাকে তার উপর যে তক্তা দেওয়া থাকে তার উপর দাঁড়িয়ে ছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত সেই তক্তা ভেঙে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে করাতের উপর গিয়ে পড়েন। ফলে করাতে কাটা পড়ে মাথা সহ তার দেহের অনেক অংশ।  আশেপাশের লোকজন এসে দ্রুত তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এবং অতি দ্রুত তাকে বরিশাল হাসপাতালের উদ্দেশে স্পিডবোটে করে নেওয়া হয় এবং হাসপাতালে পৌছানোর পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে ।পরে সেখানে পুলিশ এসে ঘটনা তদন্ত এবং প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী দুর্ঘটনা নিশ্চিত করে। পরে মৃতদেহ বরিশাল থেকে স্পিডবোটে করে আবার ফিরতি ভোলা এনে তার পরিবারের স্বজনদের কাছে হস্তানকর করাহয়।এতে করে মৃতের পরিবারের অবস্থা হয়েছিল বিনা মেঘে বজ্রপাতের মত এবং  অনাকাঙ্খিত মৃত্যুর কারনে  পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।